Image default
বাণিজ্য

১৪ বছর পর পুনরায় আকাশপথে সংযোগ: ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট

দীর্ঘ প্রায় ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান সূত্র জানায়, প্রাথমিকভাবে আগামী ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য এই রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। এরই মধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত আকাশপথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় সব অনুমোদন প্রদান করেছে।

বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের দুবাই, দোহা কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য ট্রানজিট হাব হয়ে ভ্রমণ করতে হয়, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দেয়। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের ভ্রমণ সহজ ও স্বল্পব্যয়ী হবে বলে আশা করা হচ্ছে।

বিমান কর্মকর্তারা জানান, পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে কয়েক মাস ধরে চলা নিবিড় আলোচনা ও সমন্বয়ের ফলেই এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। এর মাধ্যমে ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ঢাকা–করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই সরাসরি আকাশপথ চালু হলে শুধু মানুষের যাতায়াতই নয়, বরং দুই দেশের পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্কও আরও জোরদার হবে।