বিবিধ

অবৈধ হ্যান্ডসেট বন্ধে এনইআইআর কার্যক্রম চালু করল বিটিআরসি

অবৈধ হ্যান্ডসেট বন্ধে এনইআইআর কার্যক্রম চালু করল বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক

দেশের মোবাইল নেটওয়ার্কে অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ব্যবস্থার মাধ্যমে অবৈধ হ্যান্ডসেট শনাক্ত ও বন্ধ করা হবে, পাশাপাশি চুরি হওয়া ফোন ব্যবহারও রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে মুঠোফোন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অবিক্রীত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। গতকাল বুধবার সেই সময়সীমা শেষ হয়।

বিটিআরসি জানায়, মোবাইল বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ হ্যান্ডসেটের প্রবেশ ঠেকানো এবং চুরি হওয়া ফোন বন্ধ করতেই এনইআইআর ব্যবস্থা চালু করা হয়েছে। কারিগরি দিক থেকে এই ব্যবস্থা মূলত আইএমইআই নম্বর, সিম নম্বর ও আইএমএসআই (ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেনটিটি)—এই তিনটি তথ্য যাচাই করে নেটওয়ার্ক সচল রাখে। তবে এটি কোনোভাবেই কল রেকর্ড করে না, বার্তা পড়ে না কিংবা ইন্টারনেট ব্যবহারের ওপর নজরদারি করে না বলে স্পষ্ট করেছে বিটিআরসি।

সংস্থাটির তথ্যমতে, গতকাল পর্যন্ত যেসব মুঠোফোন দেশের নেটওয়ার্কে চালু ছিল, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে রেজিস্টার হয়ে গেছে। পাশাপাশি ব্যবসায়ীরা যেসব অবিক্রীত ফোনের আইএমইআই তালিকা জমা দিয়েছেন, সেগুলোকেও রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে নতুন করে চালু হওয়া মুঠোফোনগুলো এনইআইআরের আওতায় আসবে। তবে এসব ফোন তাৎক্ষণিকভাবে ব্লক করা হবে না। বিশেষ করে প্রবাসীরা তাঁদের ব্যবহৃত ফোনের পাশাপাশি দুটি নতুন হ্যান্ডসেট দেশে আনতে পারবেন। এসব ফোন এনইআইআরে নিবন্ধনের জন্য তিন মাস সময় পাবেন, এবং এই সময়ের মধ্যে ফোনগুলো সচল থাকবে। ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে এনইআইআরে নিবন্ধন করা যাবে।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী  পান্ডুলিপিকে বলেন

“আমরা এনইআইআর কার্যক্রম চালু করেছি। ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত যেসব হ্যান্ডসেটের আইএমইআই তালিকা বিটিআরসিতে জমা দেওয়া হয়েছে, সেগুলো বন্ধ হবে না। একইভাবে বিদেশ থেকে বৈধভাবে আনা মুঠোফোনের ক্ষেত্রেও তিন মাস সময় দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য।”

Related posts

আমাদের প্রত্রিকায় আপনাকে স্বাগতম!

pandulipe

Leave a Comment